স্টাফ রিপোর্টার: হিমালয়ের ‘কেয়াজো-রি’ শিখর বিজয়ী বাংলাদেশী পর্বতারোহী দলের পতাকা-প্রত্যর্পণ অনুষ্ঠিত হয়েছে।
‘বিশ্ব পর্বত দিবস’ উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশী পর্বতারোহী দলের পতাকা-প্রত্যর্পণ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘বাংলা মাউন্টেইনিয়ারিং এ্যান্ড ট্রেকিং ক্লাব’ (বিএমটিসি)।
সংবাদ সম্মেলনে অভিযানের দলনেতা পর্বতারোহী এম এ মুহিত বলেন, ‘এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে ২০ হাজার ২৯৫ ফুট উঁচু ‘কেয়াজো-রি’ শিখরটি সলু-খুম্বু অঞ্চলের অন্যতম দুর্গম পর্বত। বাংলাদেশের পর্বতারোহী দলটি ২৭ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এবং ৩০ অক্টোবর হিমালয়ের ৮ হাজার ৩১৭ ফুট উঁচু লুকালা বিমানবন্দর থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি হেঁটে ৪ নভেম্বর বেস ক্যাম্পে (১৪,৭০০ ফুট) পৌঁছায়।’
৬ নভেম্বর অভিযাত্রীরা ১৭ হাজার ২ শত ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করে, এবং ৭ নভেম্বর রাত ১টায় হাইক্যাম্প থেকে গাইশ দা কিপা শেরপা ও কিলি পেম্পা শেরপাকে সাথে নিয়ে পাঁচ পর্বতারোহীরা চূড়ান্ত-আরোহণ শুরু করেন।
তিনি জানান, প্রায় ১ হাজার ৬শত ফুট দীর্ঘ বিপজ্জনক পাথরের দেয়াল ও বোল্ডার পার হয়ে প্রায় ১ হাজার ৫শত ফুট হিমবাহের দেয়ালে আইস অ্যাক্স, ক্রাম্পন ও জুমারের সাহায্যে আরোহণ শেষে ৭ নভেম্বর নেপাল সময় সকাল সাড়ে ১১টায় বাংলাদেশের তিন পর্বতারোহী, এম এ মুহিত, কাজী বাহলুল মজনু ও ইকরামুল হাসান শাকিল ‘কেয়াজো-রি’ শীর্ষে আরোহণ করেন।
মুহিত ‘কেয়াজো-রি’ শিখরে উন্নীত জাতীয় পতাকাটি অতিথিদের কাছে প্রত্যর্পণ করেন এবং অভিযানের স্লাইড দেখান। দলের অপর ছয় অভিযাত্রী অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন।
পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, রাশেদা কে চৌধুরী প্রমুখ।