
ডিএমপির লালবাগ বিভাগের যুগ্ম কমিশনার মফিজউদ্দিন আহমেদ বলেন, ‘খিলগাঁওয়ের ঘটনায় এএসআই শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, ‘এএসআই শামীম রেজা অন ডিউটিতে ছিল। সে তার বিটের ফরম সংগ্রহের কথা বলে কোনো এক ফাঁকে কাউকে কিছু না জানিয়ে তার নিজের বাসায় চলে যায়। এর পরই এই ঘটনা ঘটে।’
বিধি অনুযায়ী কোনো এএসআই ‘অন ডিউটিতে’ থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারেন না জানিয়ে ওসি নূরে আলম বলেন, ‘সে দায়িত্বরত অবস্থায় কাউকে না জানিয়ে আগ্নেয়াস্ত্রসহ নিজ সীমানার বাইরে গিয়েছে। এই অপরাধেও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এরা আগে রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীমের গুলিতে ক্যাবল ব্যবসায়ী আল আমিন (২২) গুলিবিদ্ধ হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আল আমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।