অগ্রসর রিপোর্ট : উত্তর কোরিয়ার নামেমাত্র পার্লামেন্ট আগামী মাসে তাদের বার্ষিক অধিবেশন ডেকেছে। এ অধিবেশনে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদারের পদক্ষেপ নেবে কিনা সকলের দৃষ্টি এখন সেদিকে রয়েছে। খবর এএফপি’র।
গত মাসের শীতকালীন অলিম্পিক গেমস চলাকালে সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে দ্রুত কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন।
বছরে মাত্র একবার বা দু’বার উত্তর কোরিয়ায় পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়। অধিকাংশ ক্ষেত্রে চারদিন ব্যাপী অধিবেশনে বাজেট ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অন্যান্য নিয়মিত কার্যক্রমের অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে দেশটির সংবিধান সংশোধনে ২০১২ সালে এমন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, ‘ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়ার ১৩ তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ষষ্ঠ অধিবেশন আগামী ১১ এপ্রিল পিয়ংইয়ংয়ে আহবান করা হয়েছে।’
তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।