অগ্রসর রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অমরনাথে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি উগ্র চরমপন্থার বিরুদ্ধে নিকট প্রতিবেশী দেশটির সঙ্গে কাজ করতে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী সোমবার জম্মু ও কাশ্মীরের অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রী একটি বাসে নৃশংস সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ ৭ জন নিহত ও অনেকে আহতের ঘটনা জানতে পেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রেরিত এক বার্তায় বলেন, ‘আমি এই নির্মম হামলায় গভীরভাবে শোকাহত।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং এ ধরনের বর্বর কর্মকা-ের নিন্দা জানায়। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই অঞ্চল ও অন্যান্য অঞ্চল থেকে এই ভয়াবহতা নির্মূলের অভিন্ন প্রয়াসে আমরা একযোগে কাজ করে যাবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত তীর্থযাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।