এর আগে গত ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আব্দুর রহমান বদি এমপিকে ৬ মাসের জামিন দেন। ১৭ নভেম্বর এ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন দুদক। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুদকের জামিন স্থগিত আবদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। এই আদেশের ফলে এমপি বদির জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
জ্ঞ্যাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গত ২ নভেম্বর ঢাকা বিশেষ জজ আদালত-৩ আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।