অগ্রসর রিপোর্ট : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী কাদের মোল্লাকে শহীদ হিসেবে উল্লেখ করায় সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘আগামীতে এই ধরনের ধৃষ্টতা কেউ যেন না দেখাতে পারে সরকার তারও ব্যবস্থা নেবে।’
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, বিচারপতি সামশুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব নাসিরউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ৭২ এর সংবিধানের চার মূলনীতি কেউই নষ্ট করতে পারবে না।
অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে আব্দুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।