অগ্রসর রিপোর্ট : অবৈধ ক্যাসিনোর সন্ধানে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘেরাও করে র্যাব।
রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ক্লাব থেকে তাসের বক্স, একটি বিদেশি পিস্তল, গুলি ও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহের নেতৃত্বে অভিযান শেষ হয়। এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ক্লাবের নির্বাহী কমিটির সভাপতি শফিকুল আলম ফিরোজকে নিয়ে অভিযান শুরু হয়।
এ সময় ক্লাবের চার কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-হাফিজুল ইসলাম, হারুন, আনোয়ার হোসেন, লিটন মিয়া।
এছাড়া সভাপতি ফিরোজকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে ধানমন্ডি থানায় দুটি মামলা করা হয়েছে।
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে আশিক বিল্লাহ বলেন, শফিকুল আলম ফিরোজকে নিয়ে চালানো অভিযানে ক্লাব থেকে ৫০০ বক্স তাস, একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আশিক বিল্লাহ আরও জানান, উদ্ধার করা পিস্তলটি অবৈধ। এছাড়া উদ্ধারকৃত ইয়াবাগুলো হলুদ রঙের। সেগুলো বাংলাদেশে নতুন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, “ক্লাবে ক্যাসিনো আছে বলে সন্দেহ করা হয়, কিন্তু অভিযানের আগে কোনোভাবে তা সরিয়ে ফেলা হয়েছে।”
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ, এফডিআর এবং অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে র্যাব।