আন্তর্জাতিক ডেস্ক : সোমবার বিকালে কলকাতার সেক্সপিয়র সরণীর অরবিন্দ ভবনে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করলো। এক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর দিবস এক স্মরনীয় দিন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পরবর্তীতে ওই সরকারের শপথ গ্রহনের সেই স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরন করা হয়।
আনুষ্ঠানিকভাবে সেদিন প্রতিষ্ঠা করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিলো। সোমবার সেই দিনকে স্মরণ করে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ দুতাবাসের উদ্যোগে পালন করা হলো মুজিবনগর দিবস।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশ উপ দূতাবাসের উপ রাষ্ট্রদূত জকি আহাদ বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছে। বঙ্গবন্ধু না থাকলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিবনগরে সরকার গঠনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের পথচলা শুরু হয়। তাই এই দিনটি আমাদের সকলের কাছে স্মরণীয়। জকি আহাদ বলেন, জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ বাস্তবের পথে এগিয়ে চলেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ক্ষুধা দারিদ্র কাটিয়ে বাংলাদেশ আজ বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে।