অগ্রসর রিপোর্ট : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সদস্য দেশগুলোকে করোনা টিকা সহায়তা দিতে ৯০০ কোটি ডলারের তহবিল গঠন করেছে । করোনায় বিপর্যস্ত অধিকাংশ উন্নয়নশীল দেশ যাতে দ্রুত টিকা পেতে পারে তাই এই সহায়তা কার্যক্রম বলে জানিয়েছে এডিবি। এশিয়া প্যাসেফিক ভ্যাকসিন এ্যাসেস ফাসেলিটি নামে শুক্রবার (১১ ডিসেম্বর) এই তহবিল গঠনের ঘোষণা দেয়া হয়।
চলতি বছর করোনায় এশিয়ার অর্থনীতি শূন্য দশমিক চার শতাংশ সংকুচিত হয়েছে। গত ছয় দশকের মধ্যে এবারই প্রথম অর্থনীতির সংকোচন দেখল দ্রুত বর্ধনশীল এশিয়া। এডিবি জানিয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৩ লাখ, এছাড়া মৃত্যু হয়েছে ২ লাখেরও বেশি রোগীর।
এডিবি প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া এক বিবৃতিতে বলেন, উন্নয়নশীল দেশগুলো হয়তো তাদের জনগণকে টিকা দেয়ার কথা ভাবছে। কিন্তু নিরাপদ টিকা ব্যবস্থা নিশ্চিত করতে হলে অর্থ-সহায়তা ও যথাযথ পরিকল্পনা প্রয়োজন। এশিয়া প্যাসেফিক ভ্যাকসিন এ্যাসেস ফাসেলিটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো অধিক করোনা আক্রান্ত দেশগুলো ইতোমধ্যে চীনের সিনোভ্যাক ও যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে টিকা কেনার অগ্রিম চুক্তি করে রেখেছে। এর আগে এপ্রিলে সদস্য দেশগুলোকে করোনাকালে সহায়তার জন্য ২ হাজার কোটি ডলার সহায়তা অনুমোদন করে এডিবি। এছাড়া বিভিন্ন দেশের সরকারগুলোকে করোনা ব্যয় নির্বাহ এবং বেসরকারি খাতেও সাহায্যের চেষ্টা করছে ব্যাংকটি।