-: এবিএম সোহেল রশিদ:-
ভেবে দেখলাম কথাটা বলেই ফেলি
মেঘ চাপা দিয়ে আর কতদিন পুষবো
শুভক্ষণের জন্য পেরিয়েছি শত সাঁকো
দুষ্ট ক্ষতের বিড়ম্বনায় নষ্ট জলকেলি
বসন্তে ভাবি ঝরাপাতার দিন আসুক
বৈশাখে লিখি মধু মাসের দিনলিপি
কদমফোটা বর্ষার অপেক্ষায় সময়
শরতের দোলাচলে দিকশূন্য পৃথিবী
শুরুটাই ঝামেলা তবু বলে ফেলি
নতমুখী মৃদু উচ্চারণে ‘ভালবাসি’
উত্তর না দিয়েই চলল হাসাহাসি
ক্ষুধার্ত কর্ণে শুনি পথের পাঁচালি
জেনে রেখো
হৃদে লেখ
একদিন খরতাপে জ্বলবে আগুন
দ্বারে দ্বারে জলাভূমি খুঁজবে ফাগুন
সেদিন
বন্ধ্যা মানুষের স্বরূপে পুড়বে অহংকার
নিভৃতে
নোনা স্রোতের অভিশাপ করবে চিৎকার