অগ্রসর রিপোর্ট: রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা পরিদর্শনের নামে কক্সবাজারে বেগম জিয়ার উৎসবমুখর বিলাসবহুল সফরের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বেগম জিয়ার মন্তব্য- ‘সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত প্রদান এবং ত্রাণকার্য পরিচালনায় ব্যর্থ’ বলে মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন।
সরকারি দলের সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের জাবাবে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, খালেদা জিয়ার হর্ষৎফুল্ল এবং বর্ণাঢ্য শতাধিক মোটর গাড়ির শোভাযাত্রা, ঢোল এবং হাতি জনগণকে বিভ্রান্তিতে ফেলে দেয় যে, তিনি রোহিঙ্গাদের দুর্দশা দেখতে যাচ্ছেন না কোন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার কক্সবাজার সফর ছিল তার পার্টির একটি শোডাউন এবং তারা সেটাতেই মনোযোগী ছিলেন।
ঐতিহাসিকভাবেই মানুষের দুর্দশায় পাশে দাঁড়ানোতে বিএনপি’র অতীত রেকর্ড নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের সময়ও বিএনপি সরকারে থাকলেও আওয়ামী লীগই আগে কক্সবাজারে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল।
শেখ হাসিনা বলেন, মানুষের জন্য দরদ থেকেই আওয়ামী লীগ সবসময় দুর্গতদের পাশে দাাঁড়িয়ে এসেছে, কারণ আওয়ামী লীগের রাজনীতিটাই জনগণের জন্য। যা সম্পূর্ণই বিএনপি-জামায়াতের থেকে ভিন্ন।
খালেদা জিয়ার ব্যর্থতার অনেক ইতিহাস রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি নির্বাচন বানচাল করতে, সরকার উৎখাতে, আন্দোলন গড়ে তোলায় এমনকি আদালতের মাধ্যমে ক্যান্টনমেন্টে তার বাড়িটা ধরে রাখাতেও ফেল করেছেন। কাজেই তিনি যে, সরকারের ব্যর্থতা দেখবেন সেটাই স্বাভাবিক।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।