স্টাফ রিপোর্টার: উন্নয়নে অংশীদারিত্বের জন্য কেবল পশ্চিমামুখী না হয়ে এশিয়ার দিকে নজর দিতে আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মরক্কোর মারাকাশে তিন দিনব্যাপী আফ্রিকান মিডিয়া ফোরামের সমাপ্তি অধিবেশনে শনিবার হাসানুল হক ইনু এই আহ্বান জানান।
তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
হাসানুল হক ইনু বলেন, ‘উন্নয়নের জন্য এশিয়া ও আফ্রিকার সংগ্রামের মধ্যে মিল রয়েছে। মহাদেশ দুটির নিজ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা এবং আন্তঃমহাদেশীয় সম্পর্কোন্নয়ন বিশ্বের এ দুটি বৃহৎ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করবে।’
ইসলামী দেশগুলোর সংস্থা ওআইসি আয়োজিত ১৭ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী আফ্রিকান মিডিয়া ফোরামের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেন মরক্কো সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তফা আল খালফি।
বাংলাদেশের তথ্যমন্ত্রী ফোরামের সমাপ্তি অনুষ্ঠানে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তথ্যপ্রবাহ, গণমাধ্যম এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তিতে যে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে, তাতে করে আফ্রিকার উন্নয়ন সহযোগী হওয়া জন্য বাংলাদেশ প্রস্তুত।’
আফ্রিকান মিডিয়া ফোরামে যোগদানের পাশাপাশি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মরক্কো সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তফা আল খালফিএবং ফিলিস্তিনের প্রতিনিধিদের সাথে পৃথক সৌজন্য সাক্ষাত করেন।
২৩ ডিসেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।