অগ্রসর রিপোর্ট :রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরিফের আদালত এই আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন সাইফুল ইসলাম ওরফে সাইফ, এসএম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকিব, নাজমুল ইসলাম ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু।
এর আগে, গত সোমবার তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আতিকুল ইসলাম।
এর একদিন আগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এলএসডিসহ তাদেরকে গ্রেফতার করে ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও থানা পুলিশ।