ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তুরস্ক যাচ্ছেন মে। তুরস্কের রাজধানীতে একদিনের এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করবেন।
তুরস্ক ১৯৬০ এর দশক থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে। এ ব্যাপারে ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেনকে দেশটির সবচেয়ে বড় সমর্থক হিসেবে ধরা হয়।