জলজ্যোৎস্নার অভিসার
।। এবিএম সোহেল রশিদ।।
একটি নির্ঘুম ভেজা রাত্রির জলস্পর্শ গল্প
কল্প কাহিনীকেও পরায় পরাজয়ের মাল্য
পরতে পরতে ছন্দময় অনুভূতির নির্যাশ
রাত্রিপাপড়ির আহবানে খুঁজে নেয় বিকল্প!
চাঁদ লুকায় জলজ্যোৎস্নার অভিসার
রাত শুনায় আগামী প্রহরের চিৎকার।
স্নেহের সামিয়ানা নিয়ে দাড়িয়ে থাকে বৃক্ষ
আশ্রিত বাঁশীর সূরে মোহাবিষ্ট বিরহ পত্র
নিজেকে অতিক্রমের প্রতিযোগিতায় পরাস্ত
পৌঁছে দেয়া দরখাস্তে কেঁপে উঠে অন্তরিক্ষ।
তবু শুনি এক পশলা দু:খ বৃষ্টির আকুতি
বিরহস্রোতে ভেস্তে যায় দুই চোখের মিনতি।
লিপিবদ্ধ সত্য অবিশ্বাসের চাবুকে করে নৃত্য
জলের উত্তাপে চলছে মেঘদলের নগ্ন অভিমান
স্বাধীনতার নামে অদৃষ্টের সাথে অহেতুক যুদ্ধ
বুঝে না পাগল প্রেমের নৈকট্যে সবাই ভৃত্য।
দাও দাও বলে ভাসবে না কখনও স্বপ্ন তরী
নাও নাও আসবে না কখনও মেঘের পরী।
চেয়ে দেখ বিস্ময় কাননে মৌ মৌ আগুন ঘ্রাণ
স্নান শেষে সোহাগ আতরে নিমন্ত্রণের আহবান
রামধনুর রঙ চুয়ে চুয়ে পরিপূর্ণ ভালোবাসা হ্রদ
নিয়মের বেড়াজালে বাঁকে বাঁকে ঘুরে হৃদয় নদ।
এভাবে আর কতকাল নীল বিষের দংশন
কতদিন অভিমানে লুকাবে সম্মুখ দর্শন।