সিল্কের ওপর সোনার হরফে কোর’আন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১ দশমিক ৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোর’আনের হরফ লেখা হয়েছে সোনা ও রুপা দিয়ে। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে।
কোর’আনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে চারুলিপির শৈল্পিক নৈপুণ্য। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ারস, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে এ কোর’আনের প্রথম সংস্করণ। মেমেদজাদে জানান, কোর’আনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে। তাই সিল্ক দিয়ে কোর’আনের হরফ তৈরি ধর্মীয় অনুভূতিতে কোনো ধরনের আঘাত করেনি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।