উত্তম বৈরাগীর মা খুশি মোহন বৈরাগী জানান, ভোর ৪ টার দিকে তিনি ভাঙচুরের শব্দ শুনে ঘর থেকে বের হন।তিনি বের হয়ে ৩-৪ জন লোককে তাদের বাড়ির ভেতরের মূর্তি ভাঙচুর করতে দেখেন। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালাতে থাকে। এলাকাবাসীরা একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।সাটুরিয়া থানার ওসি বলেন, ঘটনাস্থল থেকে আমরা একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।