স্বাস্থ্য প্রতিবেদক- স্বাস্থ্য পরীক্ষার জন্য গবেষকরা তৈরি করছেন স্মার্ট আয়না। ব্যক্তির চেহারা ও শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন শনাক্ত করার মাধ্যমে স্বাস্থ্যের ওপর নজর রাখবে এ আয়না। খবর নিউ সায়েন্টিস্ট। স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবহূত স্মার্ট আয়নার নাম রাখা হয়েছে ওয়াইজ মিরর। এতে বসানো থাকবে অনেক সেন্সর। এ সেন্সরগুলোর কাজ হবে চেহারা ও শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন শনাক্ত করে তার মাধ্যমে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক ও অন্যান্য হূদরোগ শনাক্ত করা।
ইউরোপীয় কমিশনের অর্থায়নে গঠিত গবেষণা সংস্থা সেমিওটিকনস তৈরি করছে এ স্মার্ট আয়না। আয়নাটির কাজ হবে চেহারা ও শ্বাস-প্রশ্বাসের গতিবিধি শনাক্ত করার মাধ্যমে স্বাস্থ্যের স্কোরিং ও লাইফস্টাইল পরিবর্তন নিয়ে উপদেশ দেয়া। মাল্টিস্পেকট্রাল ইমেজিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কোণ থেকে চেহারা ও তার পরিবর্তন শনাক্তের ব্যবস্থা থাকবে আয়নায়; যার জন্য এতে ব্যবহার হবে পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যামেরা। নির্দিষ্ট কিছু আলোকতরঙ্গ ব্যবহারের মাধ্যমে ক্যামেরাগুলোয় চেহারা ধারণ করা হবে। মুখমণ্ডলের চামড়ায় তৈরি করা বিশেষ প্রতিক্রিয়া নিরীক্ষা করবে আয়নার স্কিন হিটার প্রযুক্তি; যা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হবে চামড়ার টিস্যুতে চর্বিজাতীয় উপাদান ও হিমোগ্লোবিনের পরিমাণ।
ত্রিমাত্রিক স্ক্যানারের মাধ্যমে তৈরি চেহারার মডেল পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হবে আকৃতির সূক্ষ্মতম পরিবর্তন; যার মাধ্যমে বোঝা যাবে ওজনবৃদ্ধিসহ শরীরে মেদজনিত স্ফীতির পরিমাণ। সফটওয়্যারের মাধ্যমে খোঁজা হবে মানসিক চাপ, ক্লান্তি ও দুশ্চিন্তার লক্ষণ। নিঃশ্বাসের মধ্যে নিকোটিন বা অ্যালকোহলের মতো পদার্থের সামান্যতম অণু থাকলেও তা ধরতে সক্ষম আয়নায় সংযুক্ত ওয়াইজ স্নিফার।
আগামী বছর ইতালি ও ফ্রান্সে শুরু হতে যাচ্ছে চিকিৎসাশাস্ত্রে এর পরীক্ষামূলক ব্যবহার।