অগ্রসর রিপোর্ট :বহুল প্রতীক্ষিত ২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ হলো। এতে সবাইকে পাস করানো হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৪৮ মিনিটে গণভবন থেকে যুক্ত হয়ে ডিজিটাল পদ্ধতিতে বাটন ক্লিক করে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তবোর্ড সমন্বিত সভাপতি ও প্রতিটি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের হাতে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষের ফল প্রকাশ আড়ম্বরভাবে করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটা সম্ভব হয়নি। আমরা আগে মানুষের জীবনের কথা চিন্তা করেছি। অপেক্ষা করছিলাম যে, মহামারি একটু কমে কি না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আমরা মূল্যায়ন ফলের সিদ্ধান্ত গ্রহণ করি। আবার শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর নষ্ট হোক, সেটাও চাইনি।’
করোনা মহামারির কারণে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয়নি। পরে সিদ্ধান্ত হয় এসএসসি ও জেএসসির পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
গত বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা বাতিল করা হয়।
শেষে গত ২৪ জানুয়ারি পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসসি), কারিগরি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে আইন পাস করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেয়া তথ্যমতে, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে তা বাতিল হলে এ মূল্যায়ন পদ্ধতির সিদ্ধান্ত নেয়া হয়।
ফলপ্রত্যাশীদের জন্য শিক্ষা বোর্ড থেকে চারটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফল সংগ্রহ করতে বলা হয়েছে।
এবার ফল অনলাইনে প্রকাশিত হলো। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না।
যারা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।