আর এগুলো বিক্রি করেও যদি সম্পূর্ণ দায় পরিশোধ না হয় তাহলে এর বাইরে থাকা ইউনাইটেড এয়ারের অন্যান্য সম্পদও নিলামে তোলা হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে নিলামে আগ্রহী ক্রেতাদের আগামী ১৯ ডিসেম্বর ২০১৬ মধ্যে স্টেট ব্যাংকের গুলশান শাখায় দরপত্র জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরী বলেন, ৩৩ কোটি টাকার ঋণ খেলাপি দেখিয়ে একটি চিঠি দিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে তারা বিজ্ঞপ্তি দিয়েছে। কেন তারা এটি করলো তা জানি না। এ বিষয়ে আমাদের আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সুরাহা করতে আমরা আদালতে যাবো। কারণ এর আগে আমাদের পক্ষ থেকে ঋণ রি-সিডিউলের (পুনঃতফসিল) জন্য তাদের চিঠি দেয়া হয়েছিল। তারা বলছে করা সম্ভব নয়। কারণ তাদের আইনে নেই বলে রি-সিডিউল সুযোগ দেয়নি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।