অগ্রসর রিপোর্ট: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শনিবার হুঁশিয়ার করে বলেছেন, উত্তর কোরিয়া কখনো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তাদেরকে কঠিন সামরিক জবাব মোকাবেলা করতে হবে। খবর এএফপি’র।
সিউল সফরকালে এক সংবাদ সম্মেলনে ম্যাটিস বলেন, ‘যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র দেশের ওপর কোন হামলা হলে তা প্রতিহত করার ক্ষেত্রে কোন ভুল হবে না।’
‘উত্তর কোরিয়া কোন পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সেটির কঠিন সামরিক জবাব দেয়া হবে।’
উত্তর কোরিয়া গত মাসে তাদের ষষ্ঠ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রের মূল ভূ-খন্ডে আঘাত হানতে সক্ষম এমন কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগ্যুদ্ধও চলমান উত্তেজনাকে আরো উস্কে দিচ্ছে।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।