বিএনপি’র মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির কঠোর সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, যে দল জ্বালাও-পোড়াও করে ও মানুষ হত্যা করে সে দলের সাথে জনগণ থাকতে পারে না। তিনি বলেন, এ দেশের মানুষ উন্নয়ন, শান্তির প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারায় গ্রাম ও শহরের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। দারিদ্র বিমোচনে বিশ্বব্যাংকও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে।
কলেজের অধ্যক্ষ গোলাম ফরিদ রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
এর আগে মোহাম্মদ নাসিম কাজীপুর উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার বীজ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। স্বাস্থ্য মন্ত্রী পরে শিমলা, বাহুকা ও মেঘাই এলাকায় নদী তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ও মেঘাই পর্যটন কেন্দ্র স্থাপনের স্থানও পরিদর্শন করেন। এ সময় পানি উন্নযন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, সিভিল সার্জন ডাঃ শেখ মঞ্জুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া সহ কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।