স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তাঁর সরকারের উন্নয়ন অগ্রগতিতে সৌদি আরবের আরো সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে আমাদের ভ্রাতৃপ্রতীম দেশগুলোর কাছ থেকে আমাদের আরো বেশি সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী সাত সদস্যের একটি সৌদি প্রতিনিধি দল আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি এই আহ্বান জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের জেনারেল ইনটেলিজেন্স প্রেসিডেন্সির পরিচালক খালিদ বিন আলী আল হুমায়দান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে দু’দেশের মধ্যকার বিরাজমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার।
শেখ হাসিনা সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী শ্রমিকের অবস্থানের কথা উল্লেখ করে বলেন, তারা দু’দেশের অর্থনৈতিক অগ্রগতিতে মূল্যবান অবদান রাখছে।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের মাধ্যমে দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক এবং সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে তাঁর শুভেচ্ছা জানান।
সৌদি প্রতিনিধিদলের নেতা খালিদ বিন আলী আল হুমায়দান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সৌদি আরবে কাজ করছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন। তিনি সৌদি আরব এবং বাংলাদেশকে ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধির ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বলেন, মুসলমান হিসেবে আমরা এই অঞ্চল রক্ষা করব।
বৈঠকে হুমায়দান সৌদি বাদশাহ এবং যুবরাজের আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।
এ সময় প্রধানমন্ত্রীর অফিসের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল মুতাইরি উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।