অগ্রসর রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর ওপর গুরুত্বারোপ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে উপনীত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে এবং এ উত্তরণ যাতে টেকসই ও জনকল্যাণমুখী হয় সে বিষয়েও উদ্যোগ নিতে হবে। ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে উপনীত হোক-এ প্রত্যাশা করি।
রাষ্ট্রপতি বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য ২২ মার্চ হতে জাতীয়ভাবে উদ্যাপন উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ প্রত্যাশা ব্যাক্ত করেন।
“বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সিঁড়ি অতিক্রম করে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার এই ঐতিহাসিক মুহূর্তে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জাতি হিসেবে এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের।
আবদুল হামিদ বলেন, আমাদের রয়েছে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী। অপার সম্ভাবনাময় এই বিপুল জনগোষ্ঠী ও তথ্যপ্রযুক্তিকে সাথে নিয়ে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যআয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি দেশবাসীকে মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানান এবং উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ তাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা আরো সম্প্রসারিত করবে-এ প্রত্যাশা করেন।
রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখীসমৃদ্ধ দেশে পরিণত করতে সর্বাত্মক পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সে প্রচেষ্টা থামিয়ে দেয়।
জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে উল্লেøখ করে আবদুল হামিদ বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের প্রবৃদ্ধিরহার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, মাথাপিছু আয় বাড়ছে, কমছে দারিদ্র্যের হার।
তিনি বলেন, পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের অপেক্ষায়। আর্থসামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। এই উত্তরণ জাতির পিতার স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের এই শুভক্ষণে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালার সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।