স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণে গণমানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে বেতার শক্তিশালী হাতিয়ার। তিনি বলেন, এছাড়াও জরুরি প্রয়োজনে যোগাযোগ সম্পাদন করা এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বেতারের ভূমিকা অনন্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও নতুন প্রযুক্তি বেতারকে আরও সম্ভাবনাময় করে তুলছে।
প্রধানমন্ত্রী বিশ্ব বেতার দিবস উপলক্ষে আজ এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের বেতার শ্রোতা, সম্প্রচারকর্মী, শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, দুর্যোগ-দুর্বিপাকে বেতারের ভূমিকা অনস্বীকার্য। সিডর, আইলার মত বিভিন্ন দুর্যোগের সময় বেতারের কর্মীবাহিনী বিরামহীন তথ্য প্রদান করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকেছেন। তাছাড়া অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন ও তথ্য দিয়ে সাধারণ মানুষের আচরণগত পরিবর্তনেও বেতার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য “দুর্যোগকালে ও জরুরি মুহূর্তে বেতার” অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারাবিশ্বে বেতার এখনও অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। বেতারের রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে পৌঁছানোর শক্তি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গর্বিত উত্তরাধিকার বাংলাদেশ বেতার দেশের বৃহত্তম এবং অন্যতম শক্তিশালী গণমাধ্যম। বাংলাদেশ বেতার সূচনালগ্ন থেকে দেশ, সমাজ ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ ও অংশগ্রহণে উৎসাহিত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বলিষ্ঠ অবদান সর্বজনবিদিত।
প্রধানমন্ত্রী বলেন, শ্রোতারাই বেতারের প্রাণ। আমি আশা করি, দেশের অগণিত শ্রোতাদের মনন ও রুচিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ বেতার আরও নতুন নতুন অনুষ্ঠান নির্মাণ করবে। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে। বাংলাদেশ বেতারের প্রতিটি কর্মী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখবেন- বিশ্ব বেতার দিবসে এ আমার প্রত্যাশা।
প্রধানমন্ত্রী বিশ্ব বেতার দিবস ২০১৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।