স্টাফ রিপোর্টার: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ই-ফাইলিং সরকার ও জনগণের দূরত্ব কমাবে। এর মাধ্যমে সরকারের দক্ষতা একশ’ ভাগ বাড়বে।
আজ মঙ্গলবার সকালে তথ্য মন্ত্রনালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টুআই প্রোগ্রামের আওতায় ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরাসহ তথ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণপ্রত্যাশী ২৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ার সূত্র ধরেই আজ এই ফাইলিং উদ্যোগ। সরকারের ও জনগণ সার্বক্ষণিক যোগাযোগের সুযোগ তৈরি করবে এটি। ফাইলের স্তূপ নিয়ে আর ঘোরা লাগবে না। সরকারের সঙ্গে জনগণের দূরত্ব কমাবে এটি। এটি যেন একটি স্বচ্ছ কাচের ঘর। যেখানে সরকার জনগণসহ সব থাকবে।
মন্ত্রী আরো বলেন, ই-ফাইলিংয়ের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের সকল কর্মকান্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনবল। তাই এ প্রশিক্ষণ প্রতি ৬ মাস অন্তর নিজেদের হালনাগাদ করবেন আপনাদের। নিজেদের দক্ষ করে তুলবেন আপনারা। কৃষি ও শিল্প বিপ্লবের পর এখন চলছে তথ্য বিপ্লব। কম্পিউটার মাউসের এক টোকার অনেক ক্ষমতা এখন। আজ আপনারা প্রশিক্ষণ নেবেন, তিন বছর পরে সাধারণ জনগণও অনলাইনে সেবা নিতে শিখবে।
এ সময় সভাপতির বক্তব্যে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, সরকারি সেবার এখন যে মান আছে তার অনেকগুণ বৃদ্ধি সম্ভব তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। সীমিত পর্যায়ে এ সেবা আমরা শুরু করেছি। আশা করি ভবিষ্যতে পূর্ণাঙ্গরূপে চালু করা যাবে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।