অগ্রসর রিপোর্ট: ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর নগরী হোদিদায় বুধবার রাতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ জন বেসরকারি নাগরিক নিহত হয়েছে। বিদ্্েরাহীরা রাজধানী দখলের দ্বিতীয় বার্ষিকী পালনের মাত্র কয়েক ঘন্টা পর সেখানে এ অভিযান চালানো হয়। সরকারি এক কর্মকর্তা একথা জানান।
প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির সরকারের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, লোহিত সাগর বন্দরের সুক আল-হুনোদ এলাকায় এ হামলা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সরকারকে সমর্থন করছে।
রাজধানী সানায় বিদ্রোহীদের প্রশাসনিক অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে। এসব হামলাতেও বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেলেও তাদের সংখ্যা জানা যায়নি।
হাদি সরকারের অনুগত এ কর্মকর্তা জানান, ‘সম্ভাবত ভুলবশতঃ’ পার্শ্ববর্তী এ আবাসিক এলাকায় হামলা চালানো হয়।
তিনি জানান, হোদিদায় প্রেসিডেন্টের প্রাসাদেও হামলা চালানো হয়।
হোদিদার আল-থাওরা হাসপাতালের ডা. খালেদ সুহাইল জানান, বিমান হামলাড কেবলমাত্র তার হাসপাতালেই ১২ জনের লাশ ও আহত ৩০ জনকে আনা হয়েছে।
হাদির সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের ১৮ মাসের বিমান হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এ জোটকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের ব্যাপারে হস্তক্ষেপ শুরুর পর থেকে ছয় হাজার ৬শ’ লোকের বেশি নিহত হয়। আবার এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।