স্টাফ রিপোর্টার: ইন্দোনেশিয়ার একটি নিখোঁজ নৌযান থেকে রোববার চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
উদ্ধারকর্মীরা উত্তাল সমুদ্রে নৌকাটির অন্য আরোহীদের খোঁজে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ বারাতা এক বিবৃতিতে বলেন, ‘আজ সকালে ওই ডুবে যাওয়া নৌযানের চার যাত্রীকে পাওয়া গেছে। এদের দুজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি আরো জানান, ‘তাদেরকে সিওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে সিওয়া শহর অবস্থিত।
দ্বীপটির দিকেই নৌযানটি যাচ্ছিলো। উত্তাল সমুদ্রে বিরাট ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।
বারাতা জানান, ওই এলাকায় কয়েকটি তল্লাশী ও উদ্ধার জাহাজ মোতায়েন করা হয়েছে। সেখানে ৫ মিটার (১৬ফুট) দীর্ঘ ঢেউ রেকর্ড করা হয়েছে।
স্থানীয় তল্লাশী ও উদ্ধারকারী দলের প্রধান রকি অ্যাসিকিন জানান, মূল ভ’খ- থেকে প্রায় ১৫ ন্যটিক্যাল মাইল দূরে খোলা সাগরে উদ্ধারকৃত ওই চারজনকে পাওয়া যায়।
তিনি বলেন, ‘ঢেউগুলো অনেক দীর্ঘ।’
তিনি আরো বলেন, ‘এদের উদ্ধার করে মূল ভ’খ-ে নিয়ে যেতে তিন ঘন্টা সময় লেগেছে।’
সমুদ্রে প্রতিক’ল পরিস্থিতি প্রাথমিক অভিযানকে ব্যাহত করেছে।
নৌযানটিতে ১শ ১৮ আরোহী ছিল। এদের ৮৯ জন প্রাপ্ত বয়স্ক, ১৯ শিশু ও ১০ ক্রু।
শনিবার বিকালে দুর্ঘটনার সংকেত পাঠানোর পর উদ্ধার অভিযান চালানো হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।