স্টাফ রিপোর্টার: চলতি মাসের ১১ তারিখ থেকে মাইক্রোসফট তার নিজস্ব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার সার্ভিস বন্ধ করার ঘোষণা দিয়েছে।
সামনের নতুন ভার্সনের উইন্ডোজ ৮, ৯ এবং ১০-এ আর থাকবে না বহুল পুরাতন এই ব্রাউজারটি। উইন্ডোজ ১১-তে নতুন একটি ব্রাউজার আনতে যাচ্ছে মাইক্রোসফট। তারা জানিয়েছে নতুন ব্রাউজার ব্যবহারকে উৎসাহিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাই ১২ জানুয়ারি থেকে হ্যাকিং এর ঝুঁকি এড়াতে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ অথবা মাইক্রোসফটের নতুন ব্রাউজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার ১১-কে ধরা হচ্ছে এর সর্বশেষ সংস্করণ হিসেবে। এটি উইন্ডোজ ৭, ৮.১ এবং ১০-এ নিয়মিত সিকিউরিটি আপডেট এবং মাইক্রোসফটের আপডেট পেতে থাকবে।
এর মাধ্যমে মাইক্রোসফট তার নতুন ব্রাউজারের জন্য এক বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে, যা বর্তমানে শুধু উইন্ডোজ ১০-এ বিদ্যমান। বর্তমানে ৩৪০ মিলিয়ন মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন।