অগ্রসর রিপোর্ট :ইতালিতে ক্যাবল কার ছিঁড়ে ১২ জন নিহত হয়েছেন। রবিবার উদ্ধারকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, ইতালির উত্তরাঞ্চলীয় লেক ম্যাগিওরের কাছে দুটি দড়ি ছিঁড়ে ক্যাবল কারটি নিচে পড়ে যায়।
অ্যালপাইন উদ্ধারকারী ও এয়ার হেলিকপ্টারের জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী পরিষেবার অন্যতম মুখপাত্র ওয়াল্টার মিলান বলেন, ক্যাবল কারটি রিসোর্ট শহর স্ট্রেসা এবং পাইডমন্ট পর্বতের মধ্যে সংযুক্ত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ক্যাবল কারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
ইতালির বার্তাসংস্থা আনসা জানায়, ক্যাবল কারটিতে ১৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুটি শিশুকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তুরিনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই দুই শিশুর একজনের বয়স নয় বছর এবং আরেকজনের পাঁচ বছর।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্যাবল কারটি তার ছিঁড়ে প্রায় ৩০০ মিটার নিচে পড়ে। পাইডমন্ট অঞ্চলের স্ট্রেসা শহরে পর্যটকদের ভ্রমণের জন্য এই ক্যাবল কার পরিষেবাটি চালু করা হয়েছিল।