অগ্রসর রিপোর্ট : টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও পাঁচ মুসল্লি মারা গেছেন। এ নিয়ে তিন দিনে ইজতেমার ময়দানে নয়জনের মৃত্যু হয়েছে।
ইজতেমা ময়দানে পুলিশ কন্ট্রোল রুমের মিডিয়া সেন্টারে দায়িত্ব পালনরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় আগত আরও পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। অসুস্থতাজনিতসহ বিভিন্ন কারণে তারা মারা গেছেন। ফজরের নামাজের পর দুজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে মারা যান রাজশাহীর চারগাছ থানার বনকিশোর এলাকার আব্দুর রাজ্জাক (৬৭)।রাতে মৃত্যুবরণকারী মুসল্লিরা হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার বড়তোল্লা এলাকার মো. শাহজাহান (৬০)।
শনিবার সকালে মারা গেছেন বরিশালের গৌরনদী থানার খালিজপুর এলাকার আলী আজগর (৭০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান এলাকার মো. ইউসুফ আলী মেম্বার (৪৫)।
এ নিয়ে এবারের ইজতেমায় এখন পর্যন্ত নয় মুসল্লির মৃত্যু হয়েছে। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।