অগ্রসর রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় সপ্তাহখানেক আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোনালাপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার একই পথে হাঁটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
শুক্রবার জনসন চীনের প্রেসিডেন্টের সাথে ৫০ মিনিটের মতো ফোনালাপ করেছেন বলে জানিয়েছে, তার কার্যালয় ডাউনিং স্ট্রিট।
শি জিনপিংয়ের সাথে কী বিষয়ে আলোচনা করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি জনসনের কার্যালয়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার ওপর চাপ বাড়াতেই বরিস-জিনপিংয়ের এই আলোচনা।
যদিও এখনও রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে রাজি হয়নি চীন। এমনকি ইউক্রেন সেনা অভিযানের নিন্দা জানাতেও অস্বীকার করেছে বেইজিং। তবে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়েছে দেশটি।
সূত্র: বিবিসি