অগ্রসর রিপোর্ট: রাশিয়া প্রায় দুই লাখ সেনা ইউক্রেনের সীমান্তে মোতায়েন করেছে বলে সম্ভাবনা প্রকাশ করেছেন নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওসেকে) নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শুক্রবার ইউরোপে নিরাপত্তা এবং সহযোগিতা সংস্থা (ওসেক)-র একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও ওই সম্মেলনে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইকেল কার্পেন্টার বলেন,‘রাশিয়া সম্ভবত এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৯০ হাজার সেনা ইউক্রেনের সীমান্তে মোতায়েন করেছে।’
এর আগে গত ৩০ জানুয়ারি পর্যন্ত প্রায় এক লাখ রুশ সেনা মোতায়েনের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টির সুরাহা না হওয়ার কারণে চলতি মাসে আরো রুশ সেনা মোতায়েন করা হয়েছে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।
যদিও রাশিয়া কূটনৈতিক আলোচনার পথ আরও প্রশস্ত করতে কিছু সেনা সরিয়ে নেওয়ার দাবি করেছে। কিন্তু এর সপক্ষে কোনও প্রমাণ নেই বলে দাবি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের। ন্যাটোতে ইউক্রেন যোগদান করলে ইউরোপের পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করবে পশ্চিমা শক্তিরা। যা ওই অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা সংকট তৈরি করবে বলে দাবি করছে রাশিয়া।
সামরিক উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে ইউক্রেন ও এর মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে রাশিয়া। যদিও ন্যাটোতে ইউক্রেন যোগদান করবে না। এ ধরনের কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি ইউক্রেন। তাই, রাশিয়া ক্রমাগত সামরিক সেনা উপস্থিতি বৃদ্ধি করছে।