অগ্রসর রিপোর্ট: পূর্ব ইউক্রেনের একটি রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়া পিৎজা রেস্তোরাঁয় নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে, আরও অন্তত ৫৬ জন আহত হয়েছে।
পূর্বে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বৃহত্তম শহর ক্রামতোর্স্কের সৈন্য এবং সাংবাদিক উভয়ের কাছেই খাবারের দোকানটি জনপ্রিয়।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘তল্লাশি ও উদ্ধার অভিযান এবং ধ্বংসাবশেষ অপসারণ চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ শিশুসহ ৯ জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহ বন্ধ হওয়ার কয়েক দিন পর, যাকে ক্রেমলিন কর্তৃপক্ষের জন্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয়, কিয়েভ বলেছিল যুদ্ধের ওপর বিদ্রোহের ন্যূনতম প্রভাব ছিল।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার প্রকাশিত একটি ভিডিওতে সিএনএনকে বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রিগোজিন খুব দ্রুত হাল ছেড়ে দিয়েছিলেন। তাই রাশিয়ান পরিখায় প্রবেশ করার জন্য এই হতাশাব্যঞ্জক প্রভাবের সময় ছিল না।’
মঙ্গলবার বেলারুশ প্রিগোজিনকে নির্বাসনে স্বাগত জানানোর সাথে সাথে, রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গৃহযুদ্ধ এড়াতে নিয়মিত সেনাদের ধন্যবাদ জানিয়ে তার কর্তৃত্ব বাড়াতে চলে যান।
কিন্তু মস্কো ওয়াগনার যোদ্ধাদের নিরস্ত্র করার প্রস্তুতি ঘোষণা করার সাথে সাথে, পুতিনের চিরশত্রু, কারাগারে বন্দী ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনি, আধাসামরিক বাহিনীর বাতিল বিদ্রোহের পর তার প্রথম মন্তব্যে রাষ্ট্রপতিকে ব্যক্তিগত তীব্র আক্রমণ শুরু করেন।
নাভালনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘রাশিয়ার জন্য পুতিনের শাসনের চেয়ে বড় হুমকি আর নেই।’