অগ্রসর রিপোর্ট : ইংল্যান্ড ও ওয়েলসে করোনাভাইরাসে ক্যারিবিয়ান, আফ্রিকান ও বাংলাদেশি বংশোদ্ভূতরা অন্যদের তুলনায় বেশি মারা যাচ্ছেন।
ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটেসটিক্স (ওএনএস) সম্প্রতি জানিয়েছে, প্রতি এক লাখের মধ্যে এসব বংশোদ্ভূতদের মৃত্যুর সংখ্যা ২৫০ জন ছাড়িয়ে গেছে। খবর স্কাই নিউজের।
ওএনএসের সংগৃহীত সর্বশেষ ডেটায় এই পরিসংখ্যান তুলে ধরা হয়। এর আগে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের সম্মিলিত ডেটা তৈরি করা হলেও পরবর্তী সময়ে বাংলাদেশিদের ক্ষেত্রে তুলনামূলক অধিক মৃত্যুঝুঁকির বিষয়টি উঠে আসে।
করোনায় ইংল্যান্ড ও ওয়েলসে শ্বেতাঙ্গদের মৃত্যুহার প্রতি এক লাখে ১০৬.৮ জন। নারীদের ক্ষেত্রে তা ৬৫.৭ জন। তবে কালো ক্যারিবিয়ান নারীরা প্রতি এক লাখে মারা যাচ্ছেন ১২৮.৮ জন। শ্বেতাঙ্গ নারীদের তুলনায় এই মৃত্যুহার প্রায় দ্বিগুণ।
আর্থসামাজিক অবস্থা, স্বাস্থ্য সুবিধাসহ নানা কারণে শ্বেতাঙ্গ পুরুষদের চেয়ে আফ্রিকান বংশোদ্ভূত কালোরা ২.৫ গুণ করোনায় মারা যাচ্ছেন, নারীদের ক্ষেত্রে এটি ২.১ গুণ।
ইংল্যান্ডে চীনা বংশোদ্ভূতরা ছাড়া অন্য সংখ্যালঘুদের করোনায় বেশি মৃত্যু হচ্ছে। দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের হৃদরোগ ও ডায়াবেটিকস রোগ বেশি থাকায় তাদের মৃত্যুহার তুলনামূলক বেশি।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত ৬ লাখ ৭৩ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া মারা গেছে ৪৩ হাজার ২৯৩ জন।