বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার লক্ষ্যে আশুলিয়ায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ন্যুনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ বেশ কয়েকটি দাবিতে গত ৮ দিন ধরে আশুলিয়ায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল। এই অবস্থা নিরসনে গতকাল মঙ্গলবার রাতে নৌমন্ত্রীর বাসায় শ্রমিক নেতাদের সমঝোতা বৈঠক হয়। এতে পুলিশ প্রধান ও র্যাবের মহাপরিচালকও ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের কাজে ফেরার কথা ছিল। কিন্তু সকালে কাজে না গিয়ে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।