অগ্রসর রিপোর্ট :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে কাদের মির্জা জয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
রবিউল আলম বলেন, ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন মাত্র ১ হাজার ৭৩৮ ভোট। এ ছাড়া জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট।