স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদ আজ প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন।
বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্্সানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সিনিয়র সাংবাদিক আলতাফ মাহমুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন এবং তার আশু আরোগ্য কামনা করেন।
সাংবাদিকদের শীর্ষ সংগঠনের সভাপতির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সাহায্য প্রদান করায় ওমর ফারুক তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ নিওরো সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধানমন্ত্রী সাবেক সরকারি কর্মকর্তা আবদুল মজিদ চিস্তির স্ত্রী সুলতানা মেহের চিস্তিকে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।