অগ্রসর ডেস্ক : আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন বিদেশি রয়েছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্র বৃহস্পতিবার একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, আলজেরিয়ার দক্ষিণের প্রত্যান্ত অঞ্চলের তামানরাসেত শহরে বৃহস্পতিবার সকালে প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দেয়।
উদ্ধারকারী দলের সদস্যরা মৃতদেহগুলো উদ্ধার করে।
বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন আলজেরিয়ার নাগরিক। অবশিষ্ট ৯ জন আফ্রিকান বংশোদ্ভুত। তবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় তামানরাসেতে একটি বিশেষ কেন্দ্র খোলা হয়েছে।
ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।