অগ্রসর রিপোর্ট : আলজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর ওরানে ভূমিধসের ঘটনায় চারজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে রোববার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আলজিয়ার্স থেকে এএফপি জানায়, দশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গভীর রাতে ওরান শহরের হাই এসসানোবার জেলায় এ ভূমিধসের ঘটনা ঘটে।
সংস্থাটি জানিয়েছে, নিহত চারজনের বয়স ছিল পাঁচ থেকে ৪৩ বছরের মধ্যে। আহত ১৩ জনের বয়স ১২ থেকে ৭৫ বছরের মধ্যে এবং তাদের বিভিন্ন ধরনের আঘাত লেগেছে।
ভূমিধসের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় পাঁচটি টিনের ঘর ধসে পড়েছে।
কোনো ব্যক্তি নিখোঁজ নেই জানিয়ে মন্ত্রণালয় বলেছে, নিহতের সংখ্যা ‘চূড়ান্ত’।