স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণে আরো বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা বোর্ডের নবনির্বাচিত সদস্যরা আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।
সাক্ষাৎকালে আবদুল হামিদ বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা ও বিনিয়োগ অপরিহার্য। ব্যবসায়ীদেরকে এ ব্যাপারে নেতৃত্ব দিতে হবে। সরকারের কাজ হচ্ছে- প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাওয়া।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
জলবায়ু পরিবর্তনকে বহু দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশ অনেক দেশে পণ্য রফতানি করে আসছে। তিনি বাংলাদেশী পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার উদ্যোগ গ্রহণ করতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তারা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলেন, নতুন উদ্যোক্তাদেরকে ডিসিসিআই সহযোগিতা ও ধারণা দিচ্ছে।
তারা বলেন, নতুন উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধকরণে ডিসিসিআই বিভাগীয় পর্যায়ে বৈঠকের আয়োজন করবে। তারা দেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাময় বিভিন্ন দিক তুলে ধরেন।
বিনিয়োগ সম্প্রসারণে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ গুরুত্ব আরোপ করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।