অগ্রসর রিপোর্ট :জেরুজালেমের কাছে একটি চৌকিতে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সিকিউরিটি গার্ড। আজ শনিবার এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ওই নারী ছুরি নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন, এসময় সিকিউরিটি গার্ড তাকে গুলি করে। খবর রয়টার্সের।
তবে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষের। জানা গেছে, ২৮ বছর বয়সী ওই নারী জাতিতে ফিলিস্তিনি। জেরুজালেমের উত্তরে কলান্দিয়া চেকপয়েন্টের এ ঘটনার পর ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ইসরায়েলি পুলিশ।
এর আগে, শুক্রবার অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে মো. সাঈদ হামাইল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণে আরও ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের এই বর্বতা নিয়ে প্রশ্ন উঠেছে।