আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও শাহজাদপুর আমলী আদালতের অতিরিক্ত দায়িত্বে থাকা বিচারক নজরুল ইসলাম তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি একই মামলায় প্রথম দফায় মিরুসহ ৬ জনকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মিরু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর ২ ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।
শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। আর বিজয়কে মারধরের অভিযোগে আরেকটি মামলা করেন তার চাচা এরশাদ আলী। দুই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে। সবাই জেলা কারাগারে রয়েছে।