অগ্রসর রিপোর্ট :আফগানিস্তানের একটি বিয়ের আসরে মর্টাল শেল পড়ে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন।
রয়টার্সের খবরে বলা হয়েছে হামলার জন্য তালেবান এবং সরকারি বাহিনী পরস্পরকে দোষারোপ করছে। প্রতিবেদনে বলা হয়, কাপিসা প্রদেশের তাগাব জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছাকাছিই আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছিল।
প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র শায়েক শোরেশ এ ঘটনার জন্য তালেবানদের দোষারোপ করে বলেন, ছয় নিহতের সঙ্গে আহত হয়েছেন আরও চারজন। তবে কাবুলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহত অন্তত ১০ জন এবং আহত কমপক্ষে ১৮।
এ প্রসঙ্গে তালেবানের এক মুখপাত্র জানান, তারা মর্টার ফায়ার করেননি। সরকারি বাহিনী এটি ফায়ার করেছিল। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর চলে যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে।