অগ্রসর রিপোর্টঃ যুক্তরাষ্ট্র ধারণা করছে, আফগানিস্তান ও পাকিস্তানের তথাকথিত আইএস নেতা হাফিজ সাঈদ খান গত মাসে মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে।
যদিও গত বছর আফগান গোয়েন্দা সংস্থা জানায়, তাদের ধারণা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে এক ড্রোন হামলায় সাঈদ খান নিহত হন।
তবে আইএস জোর দিয়ে বলেছিল, তাদের নেতা ওই ড্রোন হামলায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।
শুক্রবার যুক্তরাষ্ট্র জানায়, গত ২৬ জুলাই নানগড়হার আচিন এলাকায় নতুন ড্রোন হামলায় তিনি নিহত হন।
আফগানিস্তানে আইএসের ভয়াবহ হামলার তিনদিন পর সেখানে এ ড্রোন হামলা চালানো হয়। উল্লেখ্য, রাজধানী কাবুলে সংখ্যালুঘু হাজারা সম্প্রদায়ের শিয়া মুসলিমদের একটি মিছিল লক্ষ্য করে চালানো আইএসের ওই হামলায় ৮০ জন নিহত ও ২শ ৩০ জন আহত হয়।
পেন্টাগন মুখপাত্র গর্ডন ট্রোব্রিজ জানান, সাঈদ খান এক বিমান হামলায় নিহত হন। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করেননি।
তিনি আরো জানান, মার্কিন ও যৌথ বাহিনীর বিরুদ্ধে চালানো বিভিন্ন হামলায় সরাসরি অংশ নেয়ার জন্য খান পরিচিত ছিলেন।
গত ২৬ জুলাই আফগান নিরাপত্তা সূত্র নানগড়হারে এক সামরিক অভিযানে আইএসের প্রায় ১শ ২০ জঙ্গি নিহত হওয়ার কথা জানায়। তবে এক্ষেত্রে তারা কোট এলাকার কথা উল্লেখ করলেও আচিনের ব্যাপারে কিছু বলেনি এবং সাঈদ খানের ব্যাপারেও তারা কিছু উল্লেখ করেনি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।