অগ্রসর রিপোর্ট: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল বাতিলের পাশাপাশি অটোপাস দাবিতে ফেল করা একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রবিবার রাতে পদত্যাগের ঘোষণা দিয়ে গণমাধ্যমকে তিনি জানান, সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছেন। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করব। আগামীকাল আমার পদত্যাগপত্র জমা দেব।’
পদত্যাগ করার সিদ্ধান্তের কথা বোর্ডে অবস্থানরত শিক্ষার্থীদের কাছেও জানিয়েছেন তিনি।
এদিকে, রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেল করা শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। দাবি আদায়ের না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে থাকবেন বলে জানিয়েছেন।
এর আগে রাত সাড়ে ৭টার দিকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার নিচে এসে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে কথা বলতে আসেন। এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি রাতেই ফল বাতিলের ঘোষণা দিতে হবে। সবাইকে অটোপাস দিতে হবে। তা না হলে তারা সেখান থেকে বের হবেন না।
এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এইচএসসির সাবজেক্ট ম্যাপিং করে ফলাফলের দাবিতে রবিবার বেলা ১১টা থেকে বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে ওই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসময় তাদের সঙ্গে বেশ কয়েকজন নারী অভিভাবককেও দেখা গেছে। পরে দুপুর পৌনে ২টার দিকে ওই শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
শিক্ষার্থী ও অভিভাবকরা দাবি করেন, এইচএসসির প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তারা সবগুলো বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চান। এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে এবং তিন ছাত্রীসহ ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। এমনকি তারা বোর্ড চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান।