ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৯ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ ডিসেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এদিকে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক এ নির্বাচন পরিচালনার জন্য মোস্তফা জব্বারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, জাফল ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন।
নোটিশ বোর্ডে টানানো বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩০ নভেম্বর বুধবার ভোটার তালিকা টানানো হবে। যেসকল স্থায়ী সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের নভেম্বর মাস পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। ক্লাবের গঠতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারা অনুযায়ী মনোনয়নের প্র্বূবর্তী মাসের সকল বাকি চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ না থাকলে কোনো প্রার্থীই কমিটির সদস্য হিসেবে মনোনয়ন লাভের যোগ্য হতে পারবেন না।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।