স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তিতে জ্ঞানসমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ প্রয়াস চালানোর জন্য সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি আরো বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে তথ্য প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকা- চালিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলে
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।