এই ৯ জনের মডিউল সম্পর্কে এনআইএ কিছুদিন আগে জানতে পারে। চেন্নাইতে এদের ঘাঁটি ছিল বলেই খবর বেরিয়েছে। আবুধাবি থেকে আসা তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গেছে এই তথ্য। তারা ভারতীয় যুবকদের আইএসে যোগ দিতে সাহায্য করেছিল বলে জানা গেছে।
গত ২৬ জানুয়ারি এই ঘটনায় একটি এফআইআর দায়ের করে এনআইএ। এরপরেই শেখ আজহার আল ইসলাম আব্দুল সাত্তার শেখ, মহম্মদ ফারহান মহম্মদ রফিক শেখ ও আদনান হুসেন মহম্মদ হুসেন নামে তিন ব্যক্তিকে নিজেদের হেফজতে নেয় এনইআএ। এই তিনজন আইএসের জন্য আবুধাবিতে কাজ করছিল। বিভিন্ন দেশের যুবকদের মগজধোলাই করা ও আইএসে নিয়ে যাওয়া ছিল এদের মূল উদ্দেশ্য। বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের এই জঙ্গি সংগঠনের নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এরা। তাদের মাধ্যমে ভারতে জঙ্গি হামলা ঘটানোর চেষ্টাও করা হচ্ছিল।
ভারত ছেড়ে যাওয়া ওই নয়জন ইতোমধ্যেই সিরিয়ায় পৌঁছেছে বলে জানা গেছে। পরবর্তীকালে চেন্নাইসহ ভারতের বিভিন্ন জায়গায় ট্রেনিং ক্যাম্প তৈরি করার উদ্দেশ্য ছিল আইএস জঙ্গিদের।