এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। খবর বার্তা সংস্থা এএফপি’র।
উইগে শহরে অ্যাঙ্গোলার জাতীয় ফুটবল লীগ মৌসুমে সান্তা রিটা ডি ক্যাসিয়া ও রেক্রিয়েটিভো ডি লিবোলো’র মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর এএফপি’র।
পুলিশের মুখপাত্র অর্ল্যান্ডো বার্নান্ডো বলেন, ‘জানুয়ারি ৪ স্টেডিয়ামের একটি প্রবেশপথ বন্ধ করে দেয়ার কারণেই হতাহতের ঘটনাটি ঘটে। এতে ১৭ জন নিহত ও আহত ৫৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি আরো জানান, নিহতদের মধ্যে অজ্ঞাত সংখ্যক শিশু রয়েছে।
পুলিশ জানায়, ইতোমধ্যেই পূর্ণ হয়ে যাওয়া স্টেডিয়ামটিতে আরো কয়েকশ ফুটবল অনুরাগী ঢুকতে চেষ্টা করে। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে মাটিতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। অনেক শ্বাসরুদ্ধ কিংবা পদদলিত হয়ে প্রাণ হারায়।
অ্যাঙ্গোলায় ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৭
অগ্রসর রিপোর্ট : অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলের একটি স্টেডিয়ামে শুক্রবার ফুটবল ম্যাচ চলাকালে পদদলিত হয়ে অন্তত ১৭ ফুটবল অনুরাগী নিহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানায়।